কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আহত মাওলানা নূরবক্ত মিয়া (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
এর আগে গত ১১ ডিসেম্বর বিকেলে বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
নিহত শিক্ষক মাওলানা নুরবক্ত মিয়া নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন মৌলভী এবং উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে ও ফুলবাড়ী ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ জানান, আমার বাবা রোববার (১১ ডিসেম্বর) বিকেলে বকুলতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে পশ্চিম ফুলমতি গ্রামের হবিবর রহমানের ছেলে আব্দুল্যা (৩০) দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে পাকা রাস্তায় পড়ে গিয়ে কপাল ফেটে যাওয়াসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে সেদিনই রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অচেতন অবস্থায় পাঁচদিন ধরে চিকিৎসা চলার পর শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে তিনি মারা যান।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।