দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: মোবাইল ব্যাংকিংয়ের নামে প্রতারণার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার বেলপট্টি মোড়ের রেলওয়ে মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া তরুণীর নাম ভাবনা আক্তার। তিনি কিশোরগঞ্জের নিকলী থানার গুরই উত্তর হাটি গ্রামের সরোয়ার সরদারের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন।
তিনি জানান, ভাবনা প্রতারক। তার গ্রুপে নারীসহ আরো কয়েক জন সদস্য আছেন। তারা মূলত বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন এজেন্টের সঙ্গে প্রতারণা করেন। তাদের গ্রুপের একজন নারী সদস্য প্রথমে একটি দোকানে যান। সেখানে একটি নম্বর বলে তাতে টাকা পাঠাতে বলেন। টাকা পাঠানোর সঙ্গে সঙ্গেই গ্রুপের আরেক সদস্য কার্ড কিনতে আসেন। দোকানদার কার্ড দিতে একটু নিচু হলে বা অন্যমনস্ক হলেই তারা তখন নিজেদের মধ্যে মোবাইল ফোন পরিবর্তন করে ফেলেন । এরপর কার্ড নিয়ে অপর সদস্য চলে গেলে বিকাশ কিংবা নগদে টাকা আসেনি বলে দাবি করতে থাকেন ঐ নারী সদস্য। পরে নিজের মোবাইল ফোনও দেখান।
এখানে উল্লেখ্য, তারা একই ধরনের দুইটি মোবাইল ফোনসেট রাখেন এবং দুইটি সিম নম্বরই থাকে প্রায় একই, শুধু একটি ডিজিটই আলাদা হয়। দোকানদার পরে ঐ
মোবাইল চেক করেন এবং দেখেন একটি ডিজিট ভুল হয়েছে ও টাকা অন্য নম্বরে চলে গেছে। এটা নিজের ভুল মনে করে পরে পুরো টাকা আবার ফেরত দিয়ে দেন অথবা আবারও বিকাশ কিংবা নগদে টাকা পাঠিয়ে দেন। ভাবনা এই প্রতারক চক্রের প্রধান। তিনিই মূলত বিভিন্ন এজেন্টের কাছে ক্রেতা সেজে যান।