যশোরে রোবট নিয়ে আড্ডা-আনন্দে মেতে উঠল স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী। রোবটিক্স শিখন প্ল্যাটফর্ম 'রোবোআড্ডা'র আয়োজনে আজ (৬ জানুয়ারি) বৃহস্পতিবার এই আড্ডা-আনন্দে মেতে ওঠে তারা। যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের হলরুমে রোবটিক্সের কর্মশালা 'চলো রোবট নিয়ে জানি' অনুষ্ঠিত হয়।
ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন সভাপতিত্ব করেন। কর্মশালায় সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়াতুল খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল আকাশ, শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 'আন্তর্জাতিক রোবটিক্স চ্যাম্পিয়নশিপ'-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রথম রানারআপ মিনহাজুল আবেদীন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়াতুল খান বলেন, রোবোআড্ডা মূলত একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে সারাদেশের শিক্ষার্থীদের রোবটিক্স বিষয়ে শূন্য থেকে সর্বোচ্চ জ্ঞান বিতরণ করা হয়। সারাদেশে কর্মশালা আয়োজন করাসহ নিজেদের ওয়েবসাইটে বিভিন্ন কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের রোবটিক্স শেখান তাঁরা।
কর্মশালায় যশোর জিলা স্কুল, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন স্কুল, যশোর; কালেক্টরেট স্কুল, মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুল ও ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ বিজ্ঞান ক্লাবের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।