যশোর জিলা স্কুলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সোমবার সকালে স্কুলের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সেখ শফিয়ার রহমান, সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দিন, সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান ও সহকারী শিক্ষক লক্ষণ কুমার বিশ্বাস। আলোচনা সভার পর কবিতা আবৃত্তি ও রবীন্দ্র সংগীত পরিবেশিত হয়।
বক্তারা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে হৃদয়ে ধারণ করতে হবে। সেইজন্য বিশ্বকবির লেখা বই বেশি বেশি পড়তে হবে। জীবন গঠনে সাহিত্য চর্চার গুরুত্ব অপরিসীম। সাহিত্য জীবনকে সহজ ও সুন্দর করতে সাহায্য করে।