যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র অবসরে যাচ্ছেন। অবসরে গমনের সুবিধার্থে বোর্ড থেকে প্রেষণ প্রত্যাহার করে তাকে ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার তিনিসহ মোট ৫ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
অধ্যাপক মাধব চন্দ্র রুদ্রের অবসরে যাওয়ার বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন যশোর বোর্ডের এক কর্মকর্তা।
শিক্ষা মন্ত্রণালয় থেকে ওএসডি করা বাকি চারজন শিক্ষা ক্যাডার কর্মকর্তা হলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিশেষজ্ঞ অধ্যাপক মো. মোসলে উদ্দিন সরকার, নরসিংদীর শিবপুরের সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. শফিউল কাফী, নেত্রকোণা সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের অধ্যাপক মো. জাকির হোসেন জামাল।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।