স্কুল, শিক্ষা পরামর্শক (এজেন্ট), কাউন্সিলর ও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর ৭৮ জন প্রতিনিধির উপস্থিতিতে সম্প্রতি ‘গেটওয়ে টু ইউকে এডুকেশন ২০২৪ সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের সাম্প্রতিক তথ্য ও পদ্ধতি সম্পর্কে সহায়তা দিতে এই সিম্পোজিয়ামের আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল।
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসা প্রক্রিয়ায় সাধারণ ত্রুটিগুলো এড়িয়ে যথাযথভাবে আবেদন করার বিষয়ে পরামর্শ দেন নয়াদিল্লিতে অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের ইউকে ভিসাস অ্যান্ড ইমিগ্রেশনের কাস্টমার অ্যাকাউন্ট ম্যানেজার দিব্যা মালহোত্রা। স্কলাস্টিকার ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর মারিয়াম হক মৌসুমী আবেদন প্রক্রিয়ার কৌশল সমৃদ্ধ করার উপায় তুলে ধরেন। এর পর শিক্ষার্থীদের সহযোগিতার ক্ষেত্রে করণীয় নিশ্চিত করতে এজেন্ট ও কাউন্সিলরদের প্রয়োজনীয় রিসোর্স ও প্রশিক্ষণের বিষয়গুলো তুলে ধরেন ব্রিটিশ কাউন্সিলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফর হাইয়ার এডুকেশন সরকার আসিফ ইকবাল।
ব্রিটিশ কাউন্সিলের হেড অব এডুকেশন তৌফিক হাসান বলেন, আমাদের লক্ষ্য হলো যুক্তরাজ্য ও অন্যান্য দেশের মধ্যে শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও ইংরেজি শিক্ষার প্রচারের মাধ্যমে সংযোগ, সম্পর্ক এবং বিশ্বাস জোরদার করা। সংবাদ বিজ্ঞপ্তি।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।