দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: যুক্তরাষ্ট্রের তিন বিশ্ববিদ্যালয় থেকে কয়েক ডজন ফিলিস্তিনপন্থি আন্দোলনকারী শিক্ষার্থীকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। বিশ্ববিদ্যালয়ে সার্বক্ষণিক অবস্থানের জন্য ক্যাম্পাসে যে অস্থায়ী তাঁবু খাটিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা, সেসবও তছনছ করে ফেলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের আরেক বিখ্যাত বিশ্ববিদ্যালয় কলাম্বিয়া ইউনিভার্সিটির নিউ ইয়র্ক ক্যাম্পাসে গত এক সপ্তাহ ধরে তাঁবু গেড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এর প্রতিক্রিয়ায় সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস কর্মসূচি বন্ধ ঘোষণা করে। ওই দিনই কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউইয়র্ক ক্যাম্পাস, ইয়েল বিশ্ববিদ্যালয়ের কানেকটিকাট ক্যাম্পাস এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ম্যানহাটান ক্যাম্পাসে অভিযান চালিয়ে আন্দোলনরত কয়েক ডজন শিক্ষার্থীদের গ্রেপ্তার করে পুলিশ।
ঠিক কত জনকে গ্রেপ্তার করা হয়েছে, তা প্রকাশ করেনি পুলিশ। তবে শিক্ষার্থীদের পরিচালিত ও প্রকাশিত ইয়েল ডেইলি নিউজের দাবি, মোট সোমবার রাতে মোট ৪৫ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উচ্ছেদ অভিযানে কেউ আহত হননি বলে জানা গেছে।