ঠাকুরগাঁওয়ে খ্রিস্ট ধর্মাবলম্বী ৪৮ জন নারী-পুরুষের যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রুহিয়া ক্যাথলিক চার্চে এ বিয়ে সম্পন্ন হয়।
জানা গেছে, প্রতিবছর বড়দিনের একদিন পর সামাজিক আনুষ্ঠানিকতা শেষে ২৭ ডিসেম্বর গণবিয়ের আয়োজন করা হয়। এ বছরও ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন গ্রাম থেকে বিয়ে করতে ইচ্ছুকরা তাদের অভিভাবকদের নিয়ে এখানে সমবেত হন। পরে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়।
রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মযাজক ফাদার অ্যান্থনী দাস দৈনিক শিক্ষাডটকমকে জানান, খ্রিষ্টানদের বিয়েতে যৌতুক প্রথা নেই। ছেলে-মেয়েরা বিভিন্ন জায়গায় চাকরি ও কর্মস্থলে থাকলেও বড়দিনে সবাই একত্রিত হয় এবং ২৬ ডিসেম্বর গায়ে হলুদসহ আনুষ্ঠানিকতা চলে। পরদিন ২৭ ডিসেম্বর আয়োজন করা হয় গণবিয়ে।
বিয়ের পর বর-কনেরা আনন্দ প্রকাশ করেন। তারা উপস্থিত জনসাধারণের কাছে নতুন জীবনে সুখী হওয়ার জন্য আশীর্বাদ প্রার্থনা করেন।