এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে নাটোরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা। বিক্ষোভের পর অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করা হয়।
সদর উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় আজ বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম অহিদ মৃধা। তিনি হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অবরোধকারীরা জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদ মৃধা দীর্ঘদিন ধরে ক্লাস রুমে এবং শিক্ষকদের রুমে মেয়ে শিশুদের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং যৌন হয়রানি করেন। পরে শিক্ষার্থীরা বিষয়টি তাদের অভিভাবকদের জানায়। এতে ক্ষিপ্ত হয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণ এবং বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়।
এদিকে অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে আটকা পড়ে যানবাহন। খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষক অহিদ মৃধাকে আটক করলে অবরোধ প্রত্যাহার করে নেয় অবরোধকারীরা।
বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে এসেছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা করেনি কেউ।