রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীকে পেটালেন সহকর্মীরা - দৈনিকশিক্ষা

জাত তুলে গালিগালাজরবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীকে পেটালেন সহকর্মীরা

দৈনিকশিক্ষা ডেস্ক |

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষাকর্মীকে পিটিয়েছেন সহকর্মীরা এ ঘটনা চাউর হতেই শোরগোল পড়েছে। বিশ্ববিদ্যালয়ের বেদবিদ্যা ভবনের শিক্ষাকর্মী নিমাই কর্মকার অভিযোগ করেন, গত ২০ সেপ্টেম্বর ক্যাম্পাসেই তাকে মারধর করা হয়। দুই সহকর্মীর বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন তিনি। সেদিন দুর্গাপুজো উপলক্ষ্যে কর্মীদের ২৫ হাজার টাকা অগ্রিম দেওয়া হচ্ছিল।

বিশ্ববিদ্যালয়ে জাত–ধর্ম তুলে মারধরেরও অভিযোগ তুলেছেন এক শিক্ষাকর্মী। তার অভিযোগ, এর জেরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনদিন আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে চিকিৎসাধীন ছিলেন। অগ্রিম টাকাও জোর করে তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সিঁথি থানায় তার স্ত্রী অভিযোগও দিয়েছেন। পরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

এ ঘটনা চাউর হতেই শোরগোল পড়ে গেছে। নিমাই কর্মকারের অভিযোগ, কিছুদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল ২৫ হাজার টাকা দিয়ে দিতে হবে বলে। তাতে রাজি হননি। অগ্রিম টাকা তোলার পরে দুই কর্মী সনৎ চট্টোপাধ্যায় এবং সঞ্জীব গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে তার ওপর হামলা হয়।’‌

জাতপাত তুলে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। এ নিয়ে তার অভিযোগ, ‘মারধরের সময় জাতপাত তুলে গালাগাল করা হয়। ব্যাঙ্কের বাইরে বেরোতেই মারধর শুরু করে। তিনি হার্টের রোগী। এভাবে মারধর করা হয় যে ভয়ে ব্যাংকে ঢুকে পড়েন। কর্মীরা তাকে বাঁচান। সেখানে রেজিস্ট্রারও ছুটে আসেন। হাসপাতালে পুলিশ গিয়ে তার জবানবন্দি নিয়েছে।

তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন। সঞ্জীব গঙ্গোপাধ্যায় বলেন, ‘নিমাই রাজনৈতিক অভিসন্ধি থেকে এ অভিযোগ করছেন। তিনি ঘটনাস্থলে সেদিন ছিলেম না। তার নেতারা ক্যাম্পাস থেকে সাসপেন্ড হয়েছেন। ক্ষোভ মেটাতে কাল্পনিক অভিযোগ করছেন।

অপর অভিযুক্ত সনৎ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘‌আমরাই তো নিমাইবাবুকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করি দিয়েছিলাম। কেন অসুস্থ হয়ে পড়েছিলেন সেটা জানি না। তবে শুনেছি তিনি কোনও ব্যক্তির থেকে নেওয়া ধার মেটাচ্ছিলেন না।’ খবর: হিন্দুস্তান টাইমস।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0030560493469238