ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দোল্লাহিয়ানের মৃত্যুর ঘটনায় প্রথম তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরান। বৃহস্পতিবার (২৩ মে) দেশটির সশস্ত্র বাহিনীর চিফ স্টাফ এই প্রতিবেদন প্রকাশ করে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি পুরো পথে তার ফ্লাইট রুটেই ছিলো। দুর্ঘটনার দেড় মিনিট আগে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের পাইলট প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দু’টি হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানা গেছে।
এছাড়া, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে বুলেট কিংবা তার অনুরূপ কোনো বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রতিবেদনে জানানো হয়, হেলিকপ্টারটি একটি পর্বতে বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। কুয়াশা ও নিম্ন তাপমাত্রার জন্য অভিযান ব্যহত হয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে।
দুর্ঘটনার সময় ওয়াচটাওয়ার ও ফ্লাইট ক্রুদের মধ্যে কথোপকথনে কোনো সন্দেহজনক আলামত পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। বিশেষজ্ঞ-প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে বলে জানা গেছে।