দৈনি কশিক্ষাডটকম প্রতিবেদক : রাজধানীর শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হিট স্ট্রোকে আ. আওয়াল (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
জানা যায়, আঃ আওয়াল হবিগঞ্জের লাখাই থানার সিংহ গ্রামের মৃত আজম আলীর ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভাড়া থাকতেন।
পথচারী মহিবুল ইসলাম বলেন, ‘আজ বিকেল চারটার দিকে শহীদ মিনার এলাকা দিয়ে খালি রিকশা চালিয়ে যাচ্ছিলেন ওই রিকশাচালক। এ সময় অতিরিক্ত গরমে হঠাৎ রিকশা থেকে কাত হয়ে পড়ে গিয়ে অচেতন হয়ে যায় সে। পরে দ্রুততাকে ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক জানান,সে আর বেঁচে নেই’।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইদানিং অতিরিক্ত গরমের কারণে ঢাকা মেডিকেলে রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এতে বেশিরভাগ ভোগান্তিতে পড়ছে বয়স্ক ব্যক্তি , শিশু এবং খেটে খাওয়া মানুষেরা। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসকের কাছ থেকে জানতে পেরেছি ওই রিকশাচালক অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি’।
উল্লেখ্য, সারা দেশে চলমান তাপপ্রবাহের কারণে আজ সোমবার থেকে আগামী বুধবার (২৪ এপ্রিল) পর্যন্ত হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকবে বলে গরমে অস্বস্তি বাড়বে। আজ সোমবার সংস্থাটি আবহাওয়াবিদ বজলুর রশীদ স্বাক্ষরিত এক তাপপ্রবাহের সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।