দৈনিক শিক্ষাডটকম, রাজশাহী : রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় আইএইচটিতে সব ধরনের ক্লাস বন্ধ ছিল। শিক্ষার্থীরা মূল ফটকে তালা মেরে অবস্থান করেন।
জানা গেছে, সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অবস্থান চলে। এতে তারা সমাবেশও করেছে। অবস্থান চলার সময়ে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে গেলে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ দফা দাবির মধ্যে আছে– সব হোস্টেল খুলে দেওয়া, শিক্ষকদের হয়রানি বন্ধ, মেধাক্রমে নিজ ডিপার্টমেন্টে শিক্ষকতার সুযোগ, ল্যাবে প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে আসা, ছাত্রীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ, মিডটার্ম পরীক্ষার ব্যবস্থা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মানসম্মত ক্যান্টিন ও খেলার মাঠ সংস্কার, প্রশাসনিক ভবন সংস্কার ও ক্লাসরুমের সৌন্দর্য বৃদ্ধি, ছাত্রীদের হোস্টেলে পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও খাবারের মান বৃদ্ধি।
শিক্ষার্থীদের ভাষ্যমতে, ‘এই ক্যাম্পাসে সমস্যা অনেক। বারবার বলেও কোনও সমাধান করেনি কর্তৃপক্ষ। তাই আমাদের বাধ্য হয়ে আন্দোলন করতে হচ্ছে। এই ক্যাম্পাসে আমরা শিক্ষা নিতে এসেছি। কিন্তু এর পরিবেশ শিক্ষা নেয়ার মতো না। আমাদের দাবি না মানা হলে আমরা আরও কঠোর আন্দোলন করবো।’
রাজশাহী আইএইচটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারহানা হক মৌসুমি বলেন, ‘আমি শিক্ষার্থীদের সঙ্গে বসেছি। তাদের দাবিগুলো শুনবো। বিষয়টি মন্ত্রণালয়ে পাঠাবো। তারা যা সিদ্ধান্ত নেবেন আমি শিক্ষার্থীদের জানিয়ে দেবো।’