ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে কালো কাপড় সরিয়ে দিয়েছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। প্রগতিশীল ছাত্রজোটের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ছবি সংবলিত বিলবোর্ড ভাঙচুরের অভিযোগে ১২ ডিসেম্বর ভাস্কর্যটি কালো কাপড়ে ঢেকে দিয়েছিল ছাত্রলীগ।
গতকাল শনিবার বিকেলে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি দীপক শীলের নেতৃত্বে নেতাকর্মীরা গিয়ে কাপড় ছিঁড়ে ফেলে।
পরে বিবৃতি দিয়ে ছাত্র ইউনিয়ন জানায়, পাহাড়ে চার ছাত্রনেতা হত্যার প্রতিবাদে গত মঙ্গলবার মশাল মিছিলে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা করে। এ ঘটনা ধামাচাপা দিতে ছাত্র ইউনিয়নকে সন্ত্রাসী তকমা দিয়ে রাজু ভাস্কর্য কালো কাপড়ে ঢেকে দেয় তারা।
বিবৃতিতে ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, আজ মহান বিজয়ের দিনে রাজু ভাস্কর্যের কালো কাপড় সরিয়ে আমরা ঘোষণা করছি, শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্ত্রাস-মৌলবাদের বিরুদ্ধে লড়ে যাব।
নেতারা অভিযোগ করেন, এর আগেও হাকিম চত্বরে শহীদ রাজুর স্মরণে আঁকা প্রতিকৃতি মুছে দিয়েছে ছাত্রলীগ। তারা বলেন, মূলত আমাদের ইতিহাস, ঐতিহ্য, লড়াইকে ভয় পায় বলেই তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্র ইউনিয়নের নাম মুছে দিতে চায়।