একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতেও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। ঘটনাটি নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের কাশিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বৃহস্পতিবার রাতে সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে জাতীয় পতাকা উড়তে দেখা যায়। নিয়ম অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে। বিদ্যালয়টিতে শিক্ষকদের অবহেলায় রাতেও জাতীয় পতাকা না নামানোয় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, জাতীয় পতাকা আমাদের একটি গর্বের জিনিস, এটি সঠিক সময়ে উত্তোলন এবং নামানো সবারই দায়িত্ব। রাতে জাতীয় পতাকা উড়ানো অবমাননার সামিল।
এ বিষয়ে জানতে চাইলে কাশিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, স্কুলের স্থানীয় এক শিক্ষককে জাতীয় পতাকা নামানোর দায়িত্ব দিয়েছিলাম তিনি হয়তো নামাননি, ভুলক্রমে এটি হয়ে গেছে।
সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিলুফা আক্তার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক তো ছুটিতে ছিলেন না,তাহলে কিভাবে এতো বড় ভুল করলেন। সরকারি নির্দেশনা অমান্য করে রাতে জাতীয় পতাকা উড়ানোর বিষয়টি তদন্ত করে দেখা হবে।
উপজেলা শিক্ষা অফিসার শরিফা আকতার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এটি অনিয়ম। এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বে থাকা শিক্ষা অফিসারকে বলা হবে।