নতুন বছরে নতুন ক্লাবের হয়ে যাত্রা শুরু করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই বছরের চুক্তিতে ইতোমধ্যে রিয়াদে পা রেখেছে এই ফুটবলার।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১০টায় রিয়াদের মরসুল পার্কে তাকে দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেয়া হবে। অনুষ্ঠানে ২৫ হাজার দর্শকের উপস্থিতির কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
গত ৩০ ডিসেম্বর এই পর্তুগীজ সুপারস্টারের সৌদি ক্লাব আল-নাসরের সাথে চুক্তিবদ্ধ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত হলুদ জার্সি গায়ে খেলবেন তিনি।
এর আগে গতকাল বিমানে উঠার পরই, আল-নাসরে ক্লাবের ফ্যানদের জন্য একটি ভিডিও বার্তা পাঠান রোনালদো। যেখানে তিনি বলেন, ‘আগামীকাল দেখা হচ্ছে’।
এদিকে রোনালদোকে দলে ভেড়াতে পেরে উচ্ছ্বাসিত আল-নাসরে ক্লাব। এক বিকৃতিতে তারা জানায়, ‘ইতিহাস তৈরি হতে যাচ্ছে, এটি এমন এক চুক্তি, যা শুধুমাত্র আমাদের ক্লাবকে বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিতই করবে না, বরং আমাদের লিগ, আমাদের জাতি ও ভবিষ্যৎ প্রজন্মের ছেলে-মেয়েদের অনুপ্রাণিত করবে। ক্রিশ্চিয়ানো রোনালদো, নতুন বাড়ি আল-নাসরে আপনাকে স্বাগত।’
৫ জানুয়ারি আল তাইয়ের বিরুদ্ধে রোনালদোর অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। কিংবা টেবিলের শীর্ষে থাকার লড়াইয়ে, আলো শাবাবের বিপক্ষেও ১৪ জানুয়ারি সৌদি প্রো লিগে প্রথমবারের মতো মাঠে নামতে দেখা যেতে পারে এই ফুটবলারকে।