রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষা বর্ষের প্রাথমিক আবেদন কার্যক্রম ২৭ মার্চ রাতে শেষ হয়েছে। আজ শনিবার (এপ্রিল) যেকোনো সময় প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা আইডি নম্বর দিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করার মাধ্যমে ফলাফল জানতে পারবে।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক ড. বিমল কুমার প্রামানিক এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক বিমল কুমার প্রামানিক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল কার্যক্রম এরইমধ্যে শেষ হয়েছে। আজ বেলা ১২টায় প্রাথমিক আবেদনের সিলেকশন রেজাল্ট প্রকাশ করার কথা ছিল। কিন্তু একটু বিলম্ব হয়েছে। আজ যেকোনো সময়ে প্রকাশ করা হবে। এরপর থেকে নিজ আইডি নম্বর দিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে ফলাফল জানতে পারবে ভর্তিচ্ছুরা।
তিনি আরও বলেন, জিপিএ’র ভিত্তিতে করা এই ফলাফল সিরিয়াল ভিত্তিক ওয়েবসাইটে দেওয়া হবে। ভর্তিচ্ছুরা সেখান থেকে লগইন করে জানতে পারবে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হয়েছে কিনা।
পরিচালক আরও বলেন, এ বছর তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে গ্রুপ পরিবর্তনের সুযোগ থাকছে। তাই কোন ইউনিটের কতো জিপিএ পর্যন্ত শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হয়েছে তা সিলেকশন রেজাল্টের মাধ্যমে জানা যাবে। তাছাড়া ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য পেতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নজর রাখার পাশাপাশি অন্য কোনো সাইটের তথ্যে বিভ্রান্ত না হওয়ার কথা জানান তিনি।
আগামী ২৯ মে ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ৩০ মে ‘এ’ ইউনিট (মানবিক) ও ৩১ মে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।