রাবির ১০২ শিক্ষক-শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড - দৈনিকশিক্ষা

রাবির ১০২ শিক্ষক-শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

রাবি প্রতিনিধি |

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের ১০২ শিক্ষক-শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সোমবার (৭ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার শিক্ষক-শিক্ষার্থীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন। 

ডিন’স অ্যাওয়ার্ড কমিটির তথ্যমতে, ২০২১ ও ২২ সেশনে আটজন শিক্ষক ও ৯৫ জন শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ২০২১ সেশনের ৫১ জন, ২০২২ সেশনে ৪৩ জন ও ২০২০ সেশনে একজন শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড পান। অন্যদিকে ২০২১ সেশনে চারজন ও ২০২২ সেশনে চারজন শিক্ষককে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

২০২১ খ্রিষ্টাব্দের অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকিব, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. মুশফিকুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক মো. ড. হাসান আহমেদ (দুই ক্যাটাগরিতে প্রাপ্ত)।

২০২২ খ্রিষ্টাব্দের অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলি আকবর, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের অধ্যাপক ড. ইসমাইল তারেক, বায়োক্যামেস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. খালেদ হোসাইন, বায়োকেমিস্টি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের ড. সৈয়দ রাসেল কবির।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে গণিত বিভাগে সাতজন, পদার্থবিজ্ঞান বিভাগের ১০ জন, রসায়ন বিভাগের সাতজন, পরিসংখ্যান বিভাগে ২৫ জন, বায়োক্যামেস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগে রয়েছেন ১৪ জন, ফার্মেসি বিভাগের ১৯ জন, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের চারজন, ফলিত গণিত বিভাগের পাঁচজন ও ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স রয়েছেন তিনজন শিক্ষার্থী।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিজিপিএ দিয়ে মান-পরিমাপ করা হয় না। তোমাদের রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে মেধার প্রমাণ দিতে হবে। সমাজের সব জায়গায় সমতা আনতে হবে। গবেষণা ক্ষেত্রে বাজেট নিয়ে কোনো সমস্যা নেই।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহেদ জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক মো. এম. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. অবাইদুর রহমান প্রামাণিক, অধ্যাপক ড. বাসুদেব কুমার দাশ, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, পরীক্ষা নিয়ন্ত্রণ দফতরের প্রধান আলমগীর হোসেন সরকার ও বিভিন্ন অনুষদের ডিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রায় দুই লাখ এইচএসসি পরীক্ষার্থীর পাঁচ লাখ খাতা চ্যালেঞ্জ - dainik shiksha প্রায় দুই লাখ এইচএসসি পরীক্ষার্থীর পাঁচ লাখ খাতা চ্যালেঞ্জ ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, রোজ সম্মানী পাবেন ৫০০ টাকা - dainik shiksha ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, রোজ সম্মানী পাবেন ৫০০ টাকা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে বেসরকারি মেডিক্যাল-ডেন্টালের ভর্তি ফি নির্ধারণ - dainik shiksha বেসরকারি মেডিক্যাল-ডেন্টালের ভর্তি ফি নির্ধারণ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধে গণভোটের দাবিতে বিক্ষোভ - dainik shiksha ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধে গণভোটের দাবিতে বিক্ষোভ নিম্নমানের বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করে দেয়া হবে - dainik shiksha নিম্নমানের বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করে দেয়া হবে আসিফ নজরুলের সাথে কি ঘটেছিল জেনেভা বিমানবন্দরে - dainik shiksha আসিফ নজরুলের সাথে কি ঘটেছিল জেনেভা বিমানবন্দরে please click here to view dainikshiksha website Execution time: 0.0035519599914551