রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ্ মখদুম ও সৈয়দ আমীর আলী হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নবনিযুক্ত প্রাধ্যক্ষ হলেন-শাহ্ মখদুম হলে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস অধ্যাপক ড. সৈয়দ সরওয়ার জাহান এবং সৈয়দ আমীর আলী হলে গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হারুনর রশিদ।
নবনিযুক্ত প্রাধ্যক্ষগণ মঙ্গলবারই নিজ নিজ দায়িত্বে যোগ দিয়েছেন। এ সময় তাঁরা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।