রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের কক্ষ ভাঙচুর করেছে পদবঞ্চিতরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে মাদার বখশ হলে ঢুকে তারা ভাঙচুর চালায়। এসময় তারা এ কমিটিকে টাকার বিনিময়ে গঠনের অভিযোগ এনে অবাঞ্ছিত ঘোষণা করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আসাদুল্লা-হিল-গালিব বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের ২১৫ নম্বর কক্ষে থাকেন। রোববার সাড়ে ১১টার দিকে মাদার বখ্শ হলে ঢুকে পদবঞ্চিত আমিনুল ইসলাম লিংকন, তাওহীদুল ইসলাম দূর্জয়, শাহিনুল ইসলাম সরকার ডন ও সাকিবুল হাসান বাকিসহ তাদের অনুসারীরা গালিবের কক্ষসহ পাশের দুইটি কক্ষে ভাঙচুর করে। এসময় তারা কক্ষের দরজা, জানালা, বিভিন্ন আসবাবপত্র ও গাছের টব ভেঙে ফেলে।
এদিকে রাবি শাখা ছাত্রলীগের নতুন কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে অবস্থান কর্মসূচি পালন করছে নতুন কমিটির নেতৃবৃন্দের একাংশ। এইচএসসি পাশ, অছাত্র, ড্রপ আউট ও বিবাহিতদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এই 'বিতর্কিত' কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানান তারা।
অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি শাহিনুল ইসলাম সরকার ডন, তাওহিদুল ইসলাম দুর্জয়, যুগ্ন-সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ, এছাড়া সাবেক সহ-সভাপতি কাজি আমিনুল হক লিংকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাকিবুল হাসান বাকিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
কাজী আমিনুল হক লিংকন এ কমিটিতে কোন পদ পাননি। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব এইচএসসি পাশ, ভুয়া সার্টিফিকেটধারী। যা ছাত্রলীগের গঠনতন্ত্রের বাইরে। তাই আমরা এই কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করছি এবং আবারও নতুন কমিটি দেওয়ার দাবি জানাচ্ছি।
সদ্য ঘোষিত বর্তমান কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, 'কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক যাচাই-বাছাই করেই কমিটি ঘোষণা করেছেন। আমাদের ছাত্রলীগেরই কতিপয় নেতা নাকি কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেছে শুনলাম। আসলে তারা ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এমনটা করছে।'
এ বিষয়ে জানতে আসাদুল্লা-হিল-গালিবের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও, যোগাযোগ করা সম্ভব হয়নি।