রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলে আধিপত্য বিস্তারে একাধিক সিট দখলে নেয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগ নেতা মিনহাজ ইসলামের বিরুদ্ধে। বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের একাধিক ভুক্তভোগী আবাসিক শিক্ষার্থী এ অভিযোগ জানিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা।
ভুক্তভোগী নিকল রায়ের অভিযোগ, তিনি হলে আবাসিক শিক্ষার্থী কিন্তু হুমকি -ধামকি দিয়ে তাকে সিট থেকে নামিয়ে অন্যজনকে সেই সিটে তুলেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
তিনি বলেন, ‘আমি সিট ছাড়তে না চাওয়ায় গলা ধাক্কা দেন তারা। বিষয়টি প্রাধ্যক্ষকে জানালে তিনি আমাকে কক্ষে থাকতে বলেন। আমি এখন কক্ষে ফ্লোরিং করছি।’
আরেক ভুক্তভোগী শিক্ষার্থী হিমেল বলেন, ‘আমি অসুস্থ তাই বাসায় এসেছি। আমার সিটে অন্যজনকে ছাত্রলীগের নেতাকর্মীরা তুলে দিয়েছে। কয়দিন আগে থেকেই তারা সিট ছাড়তে আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছিল।’
জানা গেছে, মিনহাজ ইসলাম হবিবুর রহমান হল ছাত্রলীগের সহসভাপতি এবং হলের হলের ৩০৩ নম্বর কক্ষে থাকেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী।
অভিযোগ অস্বীকার করে মিনহাজ বলেন, ‘সিটে কে থাকবে, কে থাকবে না সেটা প্রাধ্যক্ষ দেখবেন। আমি কাউকে নামিয়ে দিতে যাইনি। বিষয়টি আমিও শুনলাম।’
এ ব্যাপারে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, সিট নিয়ে সমস্যার কথা এক শিক্ষার্থী মৌখিকভাবে জানিয়েছে। তাকে নিজের সিটে থাকার নির্দেশ দিয়েছি। যার যেটা সিট সে সেই সিটেই থাকবে। কেউ বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হবে।