রামকৃষ্ণ মিশনের ১২৭তম প্রতিষ্ঠা দিবস আজ। ১৮৯৭ সালের ১ মে উত্তর কলকাতার বাগবাজারে বলরাম বসুর বাসভবনে রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এটি একটি জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার নিকটবর্তী হাওড়া জেলায় বেলুর মঠে অবস্থিত। সারা বিশ্বে এই প্রতিষ্ঠানটি শাখাপ্রশাখা বিস্তার করে মানবসেবায় অবদান রেখে চলছে।
রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঢাকা রামকৃষ্ণ মিশন অনুষ্ঠানমালার আয়োজন করেছে। ভোর সাড়ে ৪টায় মঙ্গলারতির মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। এছাড়া শ্রীরামকৃষ্ণদেবের বিশেষ পূজা, হোম, পুষ্পাঞ্জলি, ধর্মগ্রন্থ পাঠ, ভজন, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পুর্ণাত্মানন্দের ভাষণ, ভোগারতি, প্রসাদ বিতরণ, ‘সমাজে সেবার আদর্শের প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভা ও গীতিনাট্য।