দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়। দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় ঢাকা-১ এর আয়োজনে গতকাল শনিবার রাজধানীর লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে রানারআপ হয়েছেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেসা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেন।
প্রতিযোগিতায় ৮টি মাধ্যমিক স্কুলের বিতার্কিক টিম অংশ নেয়। রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের পক্ষে বিতার্কিক হিসেবে ছিলেন সুবর্ণা ইসলাম (৯ম শ্রেণি), মো: আল আরাফাত হোসাইন (১০ম শ্রেণি) এবং মারিয়াম শেখ কারিবা (১০ম শ্রেণি)।
প্রতিযোগিতায় মডারেটর ছিলেন রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মাদ তাহাজ্জত হোসেন।
ফাইনাল রাউন্ডে বিতর্ক প্রতিযোগিতার মূল বিষয় ছিল “শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই দুর্নীতি বিরোধী মনোভাব গঠনের জন্য যথেষ্ট নয়। এর পক্ষে ছিল রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল ও বিপক্ষে উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ দল।
প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খন্দকার নিয়াজ আহমেদ। বিশেষ অতিথি দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় ঢাকা-১’র সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমান।