আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে রিডিং পড়ার দক্ষতা উন্নয়নে শিক্ষার্থীদের নিয়ে পড়া-লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হাকিম।
জানা গেছে, আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসএআইডির অর্থায়নে, উইন রক ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায়, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার ( কোডেক ) কর্তৃপক্ষের বাস্তবায়নে ‘এসো শিখি’ প্রকল্পের আওতায় কাউখালী উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীদের রিডিং পড়ার দক্ষতা উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বাধীন পাঠক তৈরির কাজ চলছে। এরই ধারাবাহিকতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসো শিখি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা