ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আলাদীনস্ পার্কের রিসোর্টে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে ১৩ জন যুবক-যুবতীকে আটক করা হয়েছে। পরে জারিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়। আর অনৈতিক কাজ পরিচালনার অভিযোগের রিসোর্টটি সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, গতকাল বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত আলাদীনস্ পার্ক রিসোর্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অনৈতিক কাজে জড়িত ৬ জন যুবক ও ৭ জন যুবতীকে আটক করা হয়। রিসোর্টের ১৮টি রুম সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দৈনিক শিক্ষাডটকমকে এসব তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম।
জানা গেছে, আলাদীনস্ পার্ক রিসোর্ট বিনোদন পার্কের নামে চললেও ভেতরে ১৮টি কক্ষে দীর্ঘদিন যাবত রাত দিন চলছিলো দেহ ব্যবসা। বিষয়টি জানতে পেরে পার্কে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
আটক ১৩ যুবক-যুবতীর কাছ থেকে ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আকতার, আনসার ভিডিপি অফিসার রত্না ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম দৈনিক শিক্ষাডটকমকে জানান, পার্কের ভেতরের পরিবেশ খুব নাজুক। অসামাজিক কার্যকলাপ চলায় পার্কের ১৮ রুমের রিসোর্ট সিলগালা করে দেয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।