কামরুল হাসান, দৈনিক শিক্ষাডটকম: পুরান ঢাকার সেন্ট্রাল উইমেন্স কলেজের কয়েকজন ছাত্রী টেস্ট ও রি-টেস্টে ফেল করেও আসন্ন এইচএসসি পরীক্ষায় ফরম পূরণের দাবিতে অনশন করেছেন। গতকাল রোববার দুপুর থেকে বিকেল অবধি কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। এসময় হুমায়রা নুহা নামে এক ছাত্রী অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়ন করে কলেজ কর্তৃপক্ষ।
কলেজটির অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম ছাত্রীদের পুনরায় পরীক্ষার বিষয়ে বলেন, দ্বাদশের মোট ছাত্রী ৯৮২ জন। তাদের মধ্যে টেস্টে ৪৫২ জন পাস করেছেন। এরপর রি টেস্টে আরো ৪৪৪ জন পাস করেন। আর যারা কলেজের সামনে অবস্থান নিয়েছেন তারা পাস করেননি। তাছাড়া তারা কখনোই ক্লাসে নিয়মিত ছিলেন না।
এদিকে অনশনে অংশ নেয়া ছাত্রী সুমাইয়া আকতার নিশি দৈনিক আমাদের বার্তাকে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ৪/৫ জন শিক্ষক ছাড়া বাকি শিক্ষকেরা ঠিকভাবে ক্লাসে পড়ান না। তাদের কাছে প্রাইভেট পড়লে পাস, না পড়লে ফেল।
অপর ছাত্রী মানসুরা জামান তিতলি বলেন, ক্লাসে শিক্ষকেরা অপমানজনকভাবে কথা বলেন। এর ফলে লেখাপড়ায় ব্যঘাত ঘটেছে।
বিউটি আক্তার নামে এক অভিভাবক দৈনিক আমাদের বার্তাকে বলেন, যারা রেজাল্ট খারাপ করেছেন, তাদের আবারো পরীক্ষা নেয়া হোক। তা না হলে তো তাদের এক বছর নষ্ট হবে।
আরেক অভিভাবক মো. রফিকুল ইসলাম বলেন, আমি চাই আবার তাদের পরীক্ষার সুযোগ করে দেওয়া হোক।
উল্লেখ্য, সেন্ট্রাল উইমেন্স কলেজের টেস্ট ও রি-টেস্টে পাস করা ছাত্রীরা গত বৃহস্পতিবার পরীক্ষায় বসার সুযোগ পাওয়ার দাবি নিয়ে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারের সঙ্গে দেখা করেন। তিনি তখন সাফ জানিয়ে দেন, টেস্টে ফেল করলে বোর্ডের কিছু করার নেই। আপনাদের কলেজ এ বিষয়ে যে সিদ্ধান্ত দেবে তা-ই চূড়ান্ত।