রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) চলছে দুদিনব্যাপী বিজ্ঞান মেলা প্রতিযোগিতা। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের আয়োজনে তথ্য ও প্রযুক্তিতে দক্ষ এবং প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
মেলার দ্বিতীয় দিন শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৮ থেকে রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ বিজ্ঞান মেলা দেখতে ভিড় জমিয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমীদের উৎসাহ দিতেই এই টেক কার্নিভাল ইটেকনোভেশন-২০২২ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবারের বিজ্ঞান মেলায় থাকছে লাইন ফলোয়ার রেসিং, প্রজেক্ট শোকেস, পোস্টার প্রেজেন্টেশন, গেমিং কনটেস্ট ( ফিফা-২০২২), সায়েন্স অলিম্পিয়াড প্রতিযোগিতা এবং কিনোট সেশন।
ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থী আসিফ হাসান বলেন, এবার বিজ্ঞান মেলায় বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের হাতে তৈরি অনেক যন্ত্র এখানে স্থান পেয়েছে। ফলে একদিকে যেমন বিজ্ঞানের প্রতি আমাদের আগ্রহ বাড়ছে অন্যদিকে আমরা প্রযুক্তির সহায়তায় বিজ্ঞানের আবিষ্কারের বিষয়েও জানতে পারছি। এমন মেলা আমাদের মেধাকে আরও প্রসারিত করবে।
এদিকে কুয়েট, চুয়েট, শাবিপ্রবি ও রাবিসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুল-কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আজকে বিজয়ীদের মধ্যে নগদ ১ লাখ ২৮ হাজার টাকার চেক ও সার্টিফিকেট দেওয়া হবে।