দৈনিক শিক্ষাডটকম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার এক মাসেও সংস্কার করা হয়নি রূপগঞ্জের কামসাইর ইমান ভূঁইয়া ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজ। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষক- শিক্ষার্থীদেরকে। ক্লাস করতে হচ্ছে স্কুলের খোলা মাঠে এবং বারান্দায়।
সোমবার খোঁজ নিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন তথ্যই জানা গেছে।
জানা যায়, গত ২ মে আনুমানিক রাতে কালবৈশাখী ঝড়ে কলেজটি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৮০ ফিট লম্বা টিনের চালসহ ভবনটির পাশের বেড়া ভেঙে যায়। এর পরে দীর্ঘ একমাস কেটে গেলেও সংস্কার করার কোনো উদ্যোগ নেয়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। যার ফলে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে সংশ্লিষ্ট সবাইকে। ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের সঙ্গে কথা হলে তিনি জানান, স্কুলের অ্যাকাউন্টে কোনো টাকা নেই এবং কারো কাছে আর্থিক কোনো সহযোগিতা না পাওয়ায় স্কুলটি মেরামত করতে পারছি না।
উল্লেখ্য, স্কুল অ্যান্ড কলেজটি ২০১৩ খ্রিষ্টাব্দে স্থাপিত হয়েছে ও প্রায় ৪৫০ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইমান ভূঁইয়া ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়ার কামসাইর গ্রামে অবস্থিত। স্কুলটি ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত যার ইআইআইএন নম্বার ১৩৯৪৫৬।