শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে (শেকৃবি) শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় দাবি করে এখানে র্যাগিং, মাদক, গণরুম ও সেশনজটমুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ।
বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় উপাচার্য এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় র্যাগিং, মাদক, গণরুম ও সেশনজটমুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা ব্যক্ত করেন শেকৃবিতে সদ্য ভর্তি হওয়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিভাবকরা।
এক অভিভাবক বলেন, আমার ছেলে চাঁদপুর মেডিকেল কলেজে ভার্তি ক্যান্সেল করে শেকৃবিতে ভর্তি হয়েছে শুধু র্যাগিংমুক্ত পরিবেশের আশায়। আমরা খোঁজ নিয়ে জেনেছি, এ ক্যাম্পাসে র্যাগিং কালচার নেই, গণরুম তুলে দেওয়া হয়েছে। আশা করি এটা অব্যহত থাকবে।
আরেক অভিভাবক তার বক্তব্যে সেশনজট কমানোর তাগিদ দেন। অন্য আরেক অভিভাবক আবাসিক হলে স্বাস্থ্যসম্মত খাবার ও জরুরি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে শেকৃবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ইমরান খান বলেন, বর্তমান প্রশাসন পূর্বের যে কোনো প্রশাসনের তুলনায় শিক্ষার্থীবান্ধব। ক্যাম্পাসে র্যাগিংয়ের কালচার আর নেই। বর্তমানে দেশের অন্য যে কোনো ক্যাম্পাসের তুলনায় শেকৃবির পরিবেশ ভালো। তারপরও কোনো শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হলে সাংবাদিকদের জানালে সহযোগিতা করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌহিদ আহমেদ আশিক বলেন, এ ক্যাম্পাসে আর কখনো র্যাগিং, গণরুম ফিরে আসতে দেবো না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, আপনাদের সন্তানকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দেবেন না। অতিরিক্ত টাকা তাদের নষ্টের কারণ হতে পারে।
উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, শেকৃবিতে শতভাগ আবাসিক সুবিধা রয়েছে। খাবারের মান আগের চেয়ে ভালো করা হয়েছে। সব আবাসিক হলের লাইব্রেরিতে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। চার বছরের মধ্যে যেন স্নাতক (সম্মান) সম্পন্ন হয় সেভাবে আমরা পরিকল্পনা প্রণয়ন করবো। অ্যান্টি র্যাগিং টিম গঠন করা হবে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এ বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি র্যাগিং, মাদক, গণরুম ও সেশনজটমুক্ত করা হবে। আপনাদের প্রত্যাশা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।