অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী শনিবার আরো কয়েকটি রাজনৈতিক দলের সংলাপ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মুহাম্মাদ আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সংস্কারকে কীভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে। এর ধারাবাহিকতায় আগামী শনিবার আরো কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আবার সংলাপ হবে। এই দফা গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, জাতীয় পার্টিকে (আন্দালিব রহমান পার্থ) আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া আরো দুই-একটি দলকে এই দফায় বা আগামী দফায় আমন্ত্রণ জানানো হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ছাড়াও আরো কয়েকটি বিষয়ে আলাপ হবে। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দ্রব্যমূল্য। দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসতে আজ কয়েকটা পদক্ষেপ নেওয়া হয়েছে।
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ডিমের দাম সবচেয়ে ঊর্ধ্বমুখি। আমদানি পর্যায়ে শুল্ক ৩৩ শতাংশ থেকে ১৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ভোজ্যতেলের বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। আমদানি পর্যায়ে পাঁচ শতাংশ শুল্ক কমিয়ে আনা হয়েছে। ৯৯ শতাংশ গার্মেন্টস চালু হয়েছে। এ ছাড়া, নানাবিধ কারণে এক শতাংশ বন্ধ রয়েছে।
জাতীয় পার্টি সংলাপে দাওয়াত পাচ্ছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ একটি চলমান প্রক্রিয়া। যাদের সঙ্গে আলোচনা হবে তাদের নাম বলেছি। অন্য কার সঙ্গে আলোচনা হবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টা পরিষদ এটা নিয়ে কাজ করছে।
খালেদা জিয়াকে মুক্ত এবং শেখ হাসিনাকে বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে, মাইনাস টু বিষয়টা আপনার কীভাবে দেখছেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাইনাস টু বিষয় সরকারের সঙ্গে সম্পর্কিত নয়। এটা নিয়ে আমাদের কোনো উদ্বেগ বা অন্য কোনো চিন্তাও নাই। আমাদের সরকার মাইনাস টু কী জিনিস সেটা জানে না। মাইনাস টু নিয়ে আমাদের সরকারের কোনো পর্যায়ে আলোচনা হয়নি। ভবিষ্যতে হওয়ারও সম্ভাবনা নেই।
বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ও নাইম আলী উপস্থিত ছিলেন।