মুহম্মদ শামসুজ্জোহা ছিলেন ১৯৪৭ থেকে ১৯৬৯-এর ভেতরে প্রথম শহীদ হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১ মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুরা জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৬৮ খ্রিষ্টাব্দের শেষদিক থেকে আইয়ুব সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের একপর্যায়ে ১৯৬৯ খ্রিষ্টাব্দের ২০ জানুয়ারি পাকিস্তানী বাহিনী ছাত্রনেতা আসাদুজ্জামানকে হত্যা করে এবং ১৫ ফেব্রুয়ারি ঢাকা ক্যান্টনমেন্টে নিহত হন তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হক। এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করে।
স্থানীয় প্রশাসন ওইদিন বিশ্ববিদ্যালয় সংলগ্ন নাটোর-রাজশাহী মহাসড়কে ১৪৪ ধারা জারি করে। ড. জোহা উত্তেজিত ছাত্রদের ডরমিটরিতে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালান এবং বিক্ষোভকারীদের ওপর গুলি না চালানোর অনুরোধ করেন। কিন্তু তার অনুরোধ উপেক্ষা করে সেনাবাহিনী গুলিবর্ষণ করলে তিনি গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।