শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংক শাখায় চুরি করতে এসে আটক হয়েছেন জালাল আহমদ নামের এক যুবক। তার বাড়ি বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রাম ডলিয়াতে। শুক্রবার সকালে ব্যাংকের ম্যানেজার মো. দিলশাদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আনুমানিক বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে ব্যাংকের গ্রিল কেটে ভেতরে ঢুকে চোর। ভেতরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা হঠাৎ শব্দ শোনে গ্রিলের দিকে যায়। পরে নিরাপত্তাকর্মীদের সহায়তায় তারা বাথরুম থেকে চোরকে হাতে-নাতে ধরে ফেলে।
তিনি আরও বলেন, খবর পেয়ে সেখানে গিয়ে চোরকে পুলিশের কাছে হস্তান্তর করেছি। ব্যাংকের ভেতরে দায়িত্বরত আনসার সদস্য নজরুল ইসলাম বলেন, রাত ৪টার দিকে হঠাৎ জোরে শব্দ শুনতে পাই। শব্দের কারণ খুঁজতে গিয়ে বাথরুমের পাশে ভেসিনের উপর গ্রিল কাটা পাই। পরে বাথরুমের দরজা খুলতে চাইলে ভেতর থেকে বন্ধ দেখা যায়।
অনেকক্ষণ ডাকাডাকির পর কেউ দরজা খুলে না দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের খবর দেই। তারা আসলে পরে ওই চোরকে হাতেনাতে ধরে ফেলি। এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।