২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ফি বৃদ্ধি করায় প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
আজ শুক্রবার বিকেলে সংগঠনের সদস্য সামিরা ফারজানা স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ বিষয়টি জানানো হয়।
সেখানে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় আহ্বায়ক মো. তানভীর রহমান ও সাধারণ সম্পাদক সামিউল এহসান সাফিন যৌথ বিবৃতিতে দেন। বিবৃতিতে তারা বলেন, চলমান ২০২১-২২ শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে ভর্তি ফি আট হাজার ৬০ টাকা থেকে দশ হাজার টাকা করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই। যেখানে সাধারণ মানুষজন তাদের জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন সেখানে শিক্ষার ব্যয়ভার বৃদ্ধি অনেকটা মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান ঊর্ধ্বগতির বাজারে ছাত্রদের নাজেহাল অবস্থায় যেখানে অর্থ বরাদ্দ বাড়ানো উচিৎ সেখানে প্রশাসন উল্টো দায়ভার শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিতে পারে না।
বিবৃতিতে আরও বলেন, অভ্যন্তরীণ আয় বৃদ্ধির নামে এক টাকাও বেতন ও ভর্তি ফি বৃদ্ধি করা যাবে না। কারণ শিক্ষা কোনো পণ্য নয়, মানুষের অধিকার। এসময় অবিলম্বে বর্ধিত ফি কমিয়ে দ্রুত সময়ের মধ্যে নতুন বর্ষের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষা কার্যক্রম শুরু করার জোর দাবি জানাচ্ছি।