শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অভ্যন্তরে ধূমপান নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১৯ আগস্ট) বিকেলে ওই হলের প্রভোস্ট মোহাম্মদ মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কয়েকজন শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং জনসচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে হলের অভ্যন্তরে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।
প্রভোস্ট বলেন, প্রত্যক্ষ ধূমপান এবং পরোক্ষ ধূমপান উভয়ই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যারা ধূমপায়ী না তারা আশপাশের ধূমপায়ীদের সিগারেটের ধোঁয়ার প্রভাবে অনেক সময় নানা ক্ষতির সম্মুখীন হন।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) হলের নোটিশ বোর্ডে ধূমপান নিষিদ্ধের বিষয়ে শিক্ষার্থীদের অবগত করতে নোটিশ ঝুলানো হয়েছে।
এছাড়া হলের ভেতরে মাদকদ্রব্য সেবনের সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে প্রভোস্ট বলেন, যদি হলের ভেতরে কারও বিরুদ্ধে মাদকদ্রব্য সেবনের প্রমাণ পাওয়া যায় তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের প্রণীত বিধিমালা অনুসারে ২০১৮ খ্রিষ্টাব্দে শাবিপ্রবিকে ধূমপান মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের কোথাও তামাকজাতীয় দ্রব্যাদি বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মাদক নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোথাও তামাকজাতীয় দ্রব্যাদি বিক্রয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।