দৈনিক শিক্ষাডটকম, শাবি : তারবিহীন চার্জিং বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ৯ শিক্ষার্থীর গবেষণা দল।
রোববার এ দলের উপদেষ্টা সহযোগী অধ্যাপক ইফতে খায়রুল আমিন এ তথ্য জানান।
দলের সদস্যরা হলেন ইইই বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম, কবির হাসান, আজম জামান, রেজওয়ান জাকারিয়া, রিফাত হোসেন, আবির মাহমুদ, সাজ্জাদ হোসেন, ইরফান উদ্দিন আহমেদ ও তৌসিফুল আলম। সমন্বয়ক হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক নাফিজ ইমতিয়াজ রহমান।
সহযোগী অধ্যাপক ইফতে খায়রুল আমিন বলেন, দেশে এখন ডিজেলচালিত গাড়ির পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির ব্যবহার শুরু হয়েছে। এ ক্ষেত্রে তাদের এ প্রযুক্তি ব্যবহার করলে চার্জিংয়ের জন্য আলাদা কোনো তার বা পোর্ট ব্যবহার করতে হবে না। এ প্রযুক্তিতে একটি ট্রান্সফরমার ও একটি রিসিভার রয়েছে। এ রিসিভার ট্রান্সফরমার থেকে তারবিহীন চার্জ গ্রহণ করবে। তিনি বলেন, প্রচলিত পদ্ধতিতে নির্দিষ্ট কেবল, স্টেশন ও পোর্ট থাকতে হয়। কিন্তু তাদের এ প্রযুক্তি ব্যবহার করলে এগুলোর প্রয়োজন নেই। তবে অবশ্যই নির্দিষ্ট ট্রান্সফরমার থাকতে হবে। চার্জিংয়ে সময় কতটা লাগবে, তা ট্রান্সফরমার ও রিসিভারের কার্যক্ষমতার ওপর নির্ভর করবে।
দলের সদস্য শিক্ষার্থী কবির হাসান বলেন, এটি তাদের একটি প্রজেক্ট ছিল। এর অর্থ সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার। প্রাথমিকভাবে এ প্রযুক্তি হালকা যানে ব্যবহারের জন্য করা হয়েছে। পরে ভারী যানে ব্যবহার নিয়ে কাজ করা হবে। আগামীতে আরও কাজ করতে চান তারা।