চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানকে মারধরের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেত্রী সামসাদ রানু ওরফে রাঙা ভাবিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ জুন) রাত আটটার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমরা নাথ।
তিনি বলেন, প্রধান শিক্ষক রবিউল ইসলামকে মারধরের ঘটনায় অভিযুক্ত রাঙা ভাবিকে গ্রেফতার করা হয়েছে। প্রধান শিক্ষক নিজেই মামলার বাদী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকালে আদালতে পাঠনো হবে।
জানা যায়, রাঙা ভাবির ছেলে বিদ্যালয়টির সপ্তম শ্রেণির ছাত্র। তাপদাহে তার ছেলে অল্প সময়ের জন্য স্কুল গেইটের বাইরে ছিলেন। এ ঘটনায় তিনি খানিকটা ক্ষুব্ধ ছিলেন। এরপর তিনি সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে ঢুকে দেখতে পান প্রধান শিক্ষক উপস্থিত হননি। পরে প্রধান শিক্ষক স্কুলে আসলে তাকে ধাক্কাতে ধাক্কাতে অফিস কক্ষের ভেতরে নিয়ে যান। প্রধান শিক্ষকের মুখে একের পর এক চড়-থাপ্পড় মারতে থাকেন। এরপর স্যান্ডেল খুলে মারতে থাকেন।
বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর বলেন, সামসাদ রানু স্কুলে গিয়ে অতর্কিতভাবে প্রধান শিক্ষকে মারধর করেছেন। যা ফৌজদারি অপরাধ। এ ঘটনা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।