শিক্ষককে পেটালেন ছাত্রীর ভাইয়েরা, শাস্তির দাবিতে মানববন্ধন - দৈনিকশিক্ষা

শিক্ষককে পেটালেন ছাত্রীর ভাইয়েরা, শাস্তির দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি |

পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথ ইউনিয়নের ৫নং বেতকা  গোয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু হানিফকে ওই স্কুলের এক ছাত্রীর তিন ভাই মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ মারধরের ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। এ মারধরের ঘটনায় কাউখালী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক আবু হানিফ। 

রোববার দুপুরে পূর্ব বেতকা বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন অভিভাবকরা। এসময় অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেয়।

স্থানীয়দের অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে বেতকা গেয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চলার সময় চতুর্থ শ্রেণির ছাত্রী সাইমুন জাহান ফারিয়া হলে দায়িত্বে থাকা শিক্ষক মো. আবু হানিফের কাছে ইংরেজি বিষয়ের প্রশ্নের উত্তর জানতে চান। তিনি এর কোনো উত্তর না বলে তাকে লেখার জন্য বলেন। এর পরেও ওই ছাত্রী তাকে একাধিকবার ওই প্রশ্নের উত্তর জানতে চাইলে তাকে ধমক দিয়ে চুপচাপ পরীক্ষা দিতে বলেন শিক্ষক হানিফ। পরীক্ষা শেষে ওই ছাত্রী বাড়িতে গিয়ে তাকে শিক্ষক হানিফ মেরেছেন বলে অভিভাবকদের জানায়। পরীক্ষা শেষে ওই শিক্ষার্থীর ভাই মো. সজীব খান (২০),  চাচাতো ভাই মো. মহাসিন মন্টু (২৫) ও মো. ইয়াছিন খান (১৯)  শিক্ষক মো. আবু হানিফকে বাজারের একটি চায়ের দোকানে ধরে নিয়ে কিল-ঘুষি ও চর থাপ্পড় মারেন। এসময় স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। তখন তারা শিক্ষক আবু হানিফকে পারে দেখে নেয়ার হুমকি দেন।

জানতে চাইলে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া দৈনিক শিক্ষাডটকমকে জানান, এ ঘটনায় শনিবার একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদেরকে গ্রেফতারের জন্যে অভিযান চলছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী বেতকা গোয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শারমিন আক্তার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা শেষে ওই ছাত্রীর ভাইয়েরা এসে তার বোনের কথা মতন স্কুলের সামনের বাজারের চায়ের দোকানে শিক্ষককে ধরে নিয়ে মারধর করেন। ওই ছাত্রীর সঙ্গে শিক্ষকের যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে তারা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারতেন। শিক্ষকের গায়ে হাত দেয়াটা খুবই দুঃখজনক ঘটনা। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। 

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ওই বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটির সহ-সভাপতি মো. ফারুক হোসেন খান, সদস্য মো. কাওছার হাওলাদার, শিক্ষার্থী অভিভাবক বাদল খানসহ অনেকে।

অ্যাডহক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা - dainik shiksha অ্যাডহক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করতে হবে: নুর - dainik shiksha অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করতে হবে: নুর কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে রিকশার ধাক্কায় জাবি ছাত্রীর মৃত্যু, ৩ জনকে পুলিশে সোপর্দ - dainik shiksha রিকশার ধাক্কায় জাবি ছাত্রীর মৃত্যু, ৩ জনকে পুলিশে সোপর্দ ছাত্রদের নতুন দল আসছে জানুয়ারিতে - dainik shiksha ছাত্রদের নতুন দল আসছে জানুয়ারিতে please click here to view dainikshiksha website Execution time: 0.0044610500335693