লক্ষ্মীপুরে তিন সহোদরের বিরুদ্ধে শিক্ষক মীর তানবিন শাহরিয়ার রুপককে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তার মোবাইল ফোন সেট ছিনিয়ে নেওয়া হয়। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে আবার হামলার উদ্দেশ্যে রুপকের বাড়ি ঘেরাও করলে সেখানে স্থানীয়রা জড়ো হয়। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় লোকজন আহত রুপককে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন। তিনি শরীফপুর গ্রামের মীরবাড়ির ব্যবসায়ী মীর আনোয়ারুল আজিমের ছেলে। রুপক স্থানীয় ফাতেমা আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক।
অভিযুক্তরা হলেন-নুরে আলম বাবু, রাকিব হোসেন ও আরিফ হোসেন। আপন এ তিন ভাই শরীফপুর গ্রামের ব্যবসায়ী নুরনবীর ছেলে। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার খবর পেয়ে তারা পালিয়ে যায়। সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় বলেন, আহত ব্যক্তির পিঠ ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীকে বেধড়ক পেটানো হয়। তাকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।