প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষকদের সম্মানীর টাকা দেয়ার নামে ক্রেডিট কার্ডের তথ্য নিয়ে উল্টো টাকা হাতাচ্ছে প্রতারক চক্র। এমন প্রতারণা থেকে সাবধান থাকতে বলেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
একইসঙ্গে এ ধরনের কাজের সঙ্গে কারিগরি শিক্ষা অধিদপ্তরের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে।
জানা যায়, কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিবছর বিভিন্ন ধরনের অফলাইন ও অনলাইন প্রশিক্ষণের আয়োজন করে। এ সব প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সম্মানী অনলাইনে রেজিস্ট্রেশন করে নগদ ও বিকাশের মাধ্যমে দেয়া হয়। সম্প্রতি একটি জালিয়াত চক্র প্রশিক্ষণের সম্মানী দেয়ার জন্য প্রশিক্ষণার্থীর কাছ থেকে ক্রেডিট কার্ডের তথ্য জানতে চায়। এ ধরনের কাজের সঙ্গে কারিগরি শিক্ষা অধিদপ্তরের কোনো সংশ্লিষ্টতা নেই।
এমন পরিস্থিতিতে এ ধরনের প্রতারক চক্র-ব্যক্তি বা কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের কোনো প্রতিষ্ঠানের কথিত কর্মকর্তার ইমেইল, এসএমএস, ফোন, চিঠিপত্র কিংবা তাদের ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে কাউকে কোনো টাকা বা উপহার, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ড, ডেভিট কার্ড, বিকাশ, নগদ অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো তথ্য অপরিচিত কোনো ব্যক্তিকে না দেয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে।
কেউ কোনো ধরনের সুবিধা বা টাকা দাবি করলেই বুঝতে হবে এটা প্রতারক চক্রের কাজ, এক্ষেত্রে সঙ্গে-সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোসহ যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।