নিয়োগ দুর্নীতির মাঝেই এবার শিক্ষকদের প্রাইভেট টিউশনি নিয়ে তদন্ত শুরু করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার।শিক্ষার অধিকার আইন ২০০৯ অনুযায়ী কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন (Private Tuition) করা নিষেধ। কিন্তু তারপরেও একাধিক জেলায় কর্মরত সরকারি স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশনি করছেন বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ বিভিন্ন জেলায় কর্মরত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছে।
স্কুলের নাম এবং শিক্ষক-শিক্ষিকার নাম উল্লেখ করে জেলা বিদ্যালয়ের পরিদর্শক দপ্তরের আধিকারিকদের তদন্ত করার নির্দেশ দিয়েছে।
এই তদন্তের ফলে যাদের নাম উঠে আসছে তাদের তদন্তকারী সদস্যদের মুখোমুখি হতে হবে বলে জানা গিয়েছে। তারপর মধ্যশিক্ষা পর্ষদকে পাঠানো হবে সেই তদন্ত রিপোর্ট । এই সম্পূর্ণ বিষয়টি খুব দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।