দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : ক্লাসের কার্যক্রম বন্ধ করে ‘শিক্ষক সমাবেশ’ করেছে ঢাকা-১৮ আসনের অন্তর্ভুক্ত শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। সমাবেশে তাঁরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মোহাম্মদ হাবিব হাসানের জন্য ভোট চেয়েছেন।
উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে গতকাল বুধবার বিকেলে সমাবেশটির আয়োজন করে বঙ্গবন্ধু শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট। এতে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ প্রায় আড়াই হাজার শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসানের ভাই এবং উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মো. রিয়াদ হাসান রিয়াজ উপস্থিত ছিলেন। এ ছাড়া নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউল হক মতি এবং উত্তরা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতি নুরুল আমিন উপস্থিত ছিলেন। হাবিব হাসানকে প্রধান অতিথি করা হলেও তিনি অনুষ্ঠানে অংশ নেননি।
অনুষ্ঠানে কামারপাড়া স্কুলের প্রধান শিক্ষক খুরশিদ জাহান স্বাগত বক্তব্যে বলেন, ‘আমরা আমাদের নির্বাচনী আসনে নিজ নিজ অবস্থান থেকে আলহাজ মোহাম্মদ হাবিব হাসানকে জয়ী করার জন্য কাজ করব।’
উত্তরা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতি নুরুল আমিন বলেন, ‘আলহাজ মোহাম্মদ হাবিব হাসান আওয়ামী লীগ থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন পেয়েছেন। তিনি করোনাকালে প্রায় দেড় বছর আমাদের পাশে ছিলেন। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো সমস্যা হলে তিনি দ্রুত সমাধান করেছেন। তাই আমরা তাঁর জন্য দোয়া চাই।’
সভাপতির বক্তব্যে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহিনুর মিয়া বলেন, ‘এমপি হাবিব হাসান থাকার কথা থাকলেও উনি ওপরের বিশেষ মহলের কারণে আসতে পারেননি। সবাই এমপি হাবিব হাসানের জন্য দোয়া করবেন।’
শিক্ষকদের সমাবেশ থেকে সংসদ সদস্য পদপ্রার্থীর পক্ষে ভোট চাওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, ‘আইন তো সবার জন্য সমান। শিক্ষকেরা যা করেছেন, আসলে তা ঠিক হয়নি।’
এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হলে রিটার্নিং কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানাবেন। তাঁরা তদন্ত করে প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।