সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে এবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তা অবরোধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও সহায়ক কর্মচারীরা। এসময় শিক্ষকরা আন্দোলন বন্ধ করে ক্লাসে ফিরলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসরুমের তালা খুলবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। এসময় পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা প্রধান ফটকের সামনে সদরঘাটগামী রাস্তা অবরোধ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি জামাল হোসাইন বলেন, আমাদের এই আন্দোলন সরকার বা প্রশাসনের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন কুচক্রি মহলের বিরুদ্ধে। প্রত্যয় স্কিম বাতিল না হলে আমরা কেউই কর্মক্ষেত্রে ফিরবো না।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, পেনশন আমাদের অধিকার। আমাদের সেই অধিকারে থাবা দেয়া হয়েছে। আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আমরা এই ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত মানি না।
আন্তবিশ্ববিদ্যালয় কর্মকর্তা ফেডারেশনের মহাসচিব ও জবি কর্মকর্তা সমিতির সভাপতি কাজী মনির বলেন, প্রত্যয় স্কিমের নামে বিশ্ববিদ্যালয়গুলোতে নাজেহাল ও হয়রানি করা হচ্ছে। আমাদের দাবি কোনো অযৌক্তিক দাবি নয়। আমাদের অধিকার আদায়ে প্রয়োজনে মহাসমাবেশ ডাক দেবো।
তিনি আরো বলেন, আমরা দেখেছি গতকাল আলোচনার নামে প্রহসন হয়েছে। শিক্ষকদের বুঝ দেয়া হয়েছে, তারা ক্লাসে ফিরলেও আমরা ফিরবো না। প্রয়োজনে ইউজিসি ঘেরাও করবো আমরা। এসময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও সহায়ক কর্মচারীরা উপস্থিত ছিলেন।