এক ছাত্রী কিছু অভিযোগ এনেছিলেন তারই স্কুলের শরীর চর্চা শিক্ষকের বিরুদ্ধে। ওই ছাত্রীর বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের এক গ্রামে। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। শরীরচর্চা শিক্ষক মো. আক্তারুজ্জামানের বাড়ি শ্রীপুর এলাকায়। তিনি একই উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হিসেবে কর্মরত। এ নিয়ে দৈনিক শিক্ষাডটকম-এ গত ১৯ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদন প্রকাশ হওয়ার পর শরীরচর্চা শিক্ষক মো. আক্তারুজ্জামান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
মঙ্গলবার দৈনিক শিক্ষাডটকমে পাঠানো লিখিত বক্তব্যে তিনি জানান, সংবাদে উল্লেখিত সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে কোনো সময়েই উত্যক্ত করিনি বা কু-প্রস্তাব দেইনি। সে ছাত্রী অমি শিক্ষক আমাদের মধ্যে এই সম্পর্কই বিদ্যমান। তাছাড়া আমি ওই ছাত্রীর বাড়িতে যাইনি বা ছাত্রীর স্বামীর বাড়ীর কাউকে কোনো ধরনের অশালীন বিষয়ে কথা বলে তার সংসার ভাঙিনি। ওই ছাত্রী তার স্বামীর বাড়িতে সুখে সংসার করছে। অভিযোগের বিষয়ে আমার স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধান শিক্ষককে জানানো হয়েছে। আসলে তারা কেউ এ বিষয়ে কিছুই জানেন না।
তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা কাল্পনিক।