শিক্ষকের মা*দ*ক সেবনের ভিডিও ভাইরাল - দৈনিকশিক্ষা

শিক্ষকের মা*দ*ক সেবনের ভিডিও ভাইরাল

দৈনিক শিক্ষাডটকম, কুষ্টিয়া |

দৈনিক শিক্ষাডটকম, কুষ্টিয়া  : কুষ্টিয়ার আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদের মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় এলাকায় সমালোচনা শুরু হয়েছে। কয়েক দিন আগে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর বিদ্যালয়ে যাওয়া কমিয়ে দিয়েছেন তিনি। 

  

১৪ সেকেন্ডের ভিডিওটি এ প্রতিবেদকের হাতে এসেছে। এতে দেখা গেছে, শিক্ষক হারুন অর রশিদ একটি খোলা স্থানে বসে বোতলের মুখ খুলে হাসতে হাসতে চুমুক দিচ্ছেন। এ সময় আশপাশে আরও কয়েকজন ছিলেন। এ দৃশ্য কেউ মোবাইল ফোনে ধারণ করে ছেড়ে দিয়েছেন বলে স্বীকার করেছেন এ শিক্ষক।

হারুন অর রশিদ কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। তিনি গত ১২ জানুয়ারি আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। হারুন অর রশিদ বলেন, ‘ভিডিওটি কয়েক মাস আগের। তবে এ বিষয়ে আমার কিছু বলার নেই।’ এলাকার অনেকের অভিযোগ, তিনি নিয়মিত মাদক সেবন করেন।

একজন অভিভাবকের ভাষ্য, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তিনি যদি মাদকসেবী হন, তাহলে তাঁর কাছে কেউ নিরাপদ নয়। তাঁর বিচার হওয়া উচিত। বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটির (বিএমপিসি) সভাপতি হাসিবুর রহমান রিজু বলেন, একজন শিক্ষক মাদকসেবী হলে তা অত্যন্ত দুঃখজনক। জাতি তাঁর কাছ থেকে কী আশা করবে?

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাদক সেবনের বিষয়টি তাঁর নজরে এসেছে। থানায় মামলা হলে তারা ব্যবস্থা নেবেন। কে মামলা করবে– জানতে চাইলে তিনি বলেন, যাদের সমস্যা হবে, সংক্ষুব্ধ হয়ে তারা মামলা করবে।

অ্যাডহক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা - dainik shiksha অ্যাডহক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করতে হবে: নুর - dainik shiksha অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করতে হবে: নুর কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে রিকশার ধাক্কায় জাবি ছাত্রীর মৃত্যু, ৩ জনকে পুলিশে সোপর্দ - dainik shiksha রিকশার ধাক্কায় জাবি ছাত্রীর মৃত্যু, ৩ জনকে পুলিশে সোপর্দ ছাত্রদের নতুন দল আসছে জানুয়ারিতে - dainik shiksha ছাত্রদের নতুন দল আসছে জানুয়ারিতে please click here to view dainikshiksha website Execution time: 0.0057990550994873