দৈনিক শিক্ষাডটকম, জলঢাকা (নীলফামারী) : একজন সহকারী শিক্ষকের মেয়ের বিয়ের জন্য পাত্র দেখতে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি দেয়া হয়েছে নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ পাঠানপাড়া সিপাহীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিকেল চারটা পর্যন্ত স্কুল খোলা থাকার কথা থাকলেও রোববার বেলা ১২টার পর স্কুল ছুটি দিয়ে শিক্ষকরা নিজ নিজ বাড়িতে চলে যান।
সরেজমিনে দুপুর ১২ টা ৫১ মিনিটে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পতাকা স্ট্যান্ডে জাতীয় পতাকা নেই, স্কুলের সব শ্রেণিকক্ষে ঝুলছে তালা।
সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত স্কুল খোলা রাখার নিয়ম থাকলেও নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে দুপুরের আগেই স্কুল বন্ধ করে দিয়েছেন প্রধান শিক্ষক আ খ ম রকিবুল ইসলাম খান।
দুপুরেই স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক আ খ ম রকিবুল ইসলাম খান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা এই স্কুলে মোট ৬ জন শিক্ষক কর্মরত রয়েছি, এরমধ্যে ২জন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছে। আর বাকি চারজন শিক্ষকের মধ্যে একজন সহকারী শিক্ষকের মেয়ের বিয়ের জন্য জামাই দেখতে যাওয়ার কারণে দুপুর একটায় স্কুল বন্ধ করে সবাই নিজ নিজ বাড়িতে চলে গিয়েছি।
ওই ইউনিয়ন ক্লাস্টারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, কোনো একজন সহকারী শিক্ষকের সমস্যা থাকলে তিনি ছুটি নিতে পারতেন, তবেদু পুরে স্কুল বন্ধ করে ঠিক করেননি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার শরিফা আখতার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বে থাকা অফিসারকে বলা হবে।