শিক্ষকের ‘ঠ্যাং কেটে দেওয়ার’ হুমকি প্রধান শিক্ষকের কক্ষে - দৈনিকশিক্ষা

শিক্ষকের ‘ঠ্যাং কেটে দেওয়ার’ হুমকি প্রধান শিক্ষকের কক্ষে

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রেবেকা সুলতানার বিরুদ্ধে মাস্তান দিয়ে একজন শিক্ষকের ‘ঠ্যাং [পা] কেটে দেওয়ার’ হুমকির অভিযোগ উঠেছে। স্কুলের সহকারী শিক্ষক মেজবাহ উদ্দিন প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন। প্রধান শিক্ষক রেবেকার বিরুদ্ধে অনুমতি না নিয়ে স্কুলে বসবাস করাসহ নানা অপকর্মের অভিযোগ আছে। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক। 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রধান শিক্ষক রেবেকা সুলতানার বিরুদ্ধে মাস্তান দিয়ে ঠ্যাং কাটানোর অভিযোগ তুলেছেন তারই সহকর্মী মোজবাহ উদ্দিন।

স্কুলে নানা অনিয়মসহ বিভিন্ন বিষয়ে এর আগে একাধিকবার সহকর্মীরা রেবেকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন  শিক্ষা অধিদপ্তরে। সর্বশেষ গত ৩১ আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দুইজন উপপরিচালক রেবেকার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে গেছেন। প্রতিবেদন এখনও জমা হয়নি বলে জানা গেছে। লিখিত অভিযোগ দেওয়ায় সহকর্মীদের ওপর ক্ষুব্ধ রেবেকা।

ভুক্তভোগী শিক্ষক দৈনিক শিক্ষাডটকমকে জানান, মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক তার কক্ষে ডেকে নেন। সেখানে উপস্থিত কয়েকজন মাস্তান শিক্ষক মেজবাহর ঠ্যাং কেটে নেওয়ার হুমকি দেন। হেড ম্যাডামের বিরুদ্ধে কেন অভিযোগ দিয়েছেন তা জানতে চান মাস্তানরা। মেজবাহ জানান, এ সময় মাস্তানদের সঙ্গে চোখের ইশারা করেন রেবেকা।   

হুমকি পেয়ে শিক্ষক মেজবাহ উদ্দিন বিষয়টি তার ছেলেমেয়েকে জানান। তারা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশে খবর দেয়। তারপর তেজগাঁও থানা থেকে দুইজন পুলিশ সদস্য স্কুলে এসে তথ্য সংগ্রহ করেন। 

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক রেবেকা সুলতানার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। 

প্রধান শিক্ষক রেবেকা সুলতানার বিরুদ্ধে এর আগে স্কুলের তিনটি কক্ষ স্কুলের খরচে সুসজ্জিত করে অনুমতি না নিয়েই বসবাস করার অভিযোগ উঠেছিল। বিষয়টি তদন্ত করা হলেও অজ্ঞাত কারণে প্রতিবেদন ধামাচাপা পড়ে যায়। 

ঢাকার কয়েকটি সরকারি স্কুলের প্রধান শিক্ষকরা দৈনিক শিক্ষাডটকমকে জানান, মানবতার বিরুদ্ধে অপরাধের পলাতক আসামি সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের আমলে শিক্ষা ভবনের গুরুত্বপূর্ণ পদে দাপটের সঙ্গে ছিলেন এই রেবেকা। শিক্ষা প্রশাসনে কর্মরত থাকার সময়ও তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অপকর্মের অভিযোগ ছিল। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! - dainik shiksha সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! এবারও ভারতে ছাপা হবে ১ কোটি পাঠ্যবই - dainik shiksha এবারও ভারতে ছাপা হবে ১ কোটি পাঠ্যবই ইউজিসিতে দুইজন নতুন সদস্য - dainik shiksha ইউজিসিতে দুইজন নতুন সদস্য বুয়েটের নতুন ভিসি অধ্যাপক বদরুজ্জামান - dainik shiksha বুয়েটের নতুন ভিসি অধ্যাপক বদরুজ্জামান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ওবায়দুল ইসলাম - dainik shiksha উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ওবায়দুল ইসলাম ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে না দেয়ার হুঁশিয়ারি বদলি প্রত্যাশীদের - dainik shiksha ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে না দেয়ার হুঁশিয়ারি বদলি প্রত্যাশীদের নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! - dainik shiksha নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানকে যা যা করতে হবে - dainik shiksha ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানকে যা যা করতে হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আব্দুল হাকিম - dainik shiksha প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আব্দুল হাকিম কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0065560340881348