শিক্ষক আত্মগোপনে দায়িত্বে ছাত্ররা - দৈনিকশিক্ষা

শিক্ষক আত্মগোপনে দায়িত্বে ছাত্ররা

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ অর্থমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক আবুল হাসান মাহমুদ আলী। হাসিনা সরকারের পতনের পর আছেন আত্মগোপনে। এরপর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নেন তারই ছাত্র  বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া ওয়াহিদউদ্দিন মাহমুদও আবুল হাসান মাহমুদ আলীর ছাত্র। 

খোঁজ নিয়ে জানা যায়, আবুল হাসান মাহমুদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন ১৯৬৪ খ্রিষ্টাব্দে । সালেহউদ্দিন আহমেদ ও ওয়াহিদউদ্দিন মাহমুদ একই বিভাগে ১৯৬৫ খ্রিষ্টাব্দে ভর্তি হন।  এসএসসি পাসের পর ১৯৬৩ খ্রিষ্টাব্দে সালেহউদ্দিন আহমেদ ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। আর ওয়াহিদউদ্দিন মাহমুদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভর্তি হন মানবিকে। তখনই মির্জা ফখরুল ও সালেহউদ্দিন ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত হন। ১৯৬৫ খ্রিষ্টাব্দে উচ্চ মাধ্যমিক শেষ করে ওয়াহিদউদ্দিন মাহমুদ ও মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। এদিকে বুয়েট ও ঢাকা মেডিকেলে সুযোগ পান সালেহউদ্দিন আহমেদ। তবে তার কোনোটিতেই না গিয়ে বন্ধুদের সঙ্গে তিনিও ঢাবির অর্থনীতি বিভাগে ভর্তি হন। ওই সময় অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন আবুল হাসান মাহমুদ আলী।

স্মৃতিচারণ করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আবুল হাসান মাহমুদ আলীকে আমরা চার-পাঁচ মাসের মতো পেয়েছি। উনি আমাদের মানি অ্যান্ড ব্যাংকিং বিষয়ে পড়াতেন।’

শিক্ষাজীবন ছেড়ে আবুল হাসান মাহমুদ আলী ১৯৬৬ খ্রিষ্টাব্দে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন। পেশাদার কূটনীতিক হিসেবে দেশে ও দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ খ্রিষ্টাব্দে তিনি মুজিবনগর সরকারের যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের প্রতিনিধি ছিলেন। ১৯৯২ খ্রিষ্টাব্দে ভারতের সঙ্গে তিন বিঘা করিডোর বাস্তবায়ন চুক্তি ও মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবর্তন চুক্তির ক্ষেত্রেও ভূমিকা রেখেছেন।  

পেশাদার কূটনীতিক হিসেবে অবসর নেয়ার পর আবুল হাসান মাহমুদ আলী ২০০১ খ্রিষ্টাব্দে আওয়ামী লীগে যোগ দেন এবং দলটির নির্বাচনী কমিটির সদস্য নির্বাচিত হন। ২০০২ খ্রিষ্টাব্দে কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য হন। এরপর আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত হন। দলের মনোনয়ন নিয়ে ২০০৮ খ্রিষ্টাব্দের জাতীয় নির্বাচনে দিনাজপুর-৪ আসন থেকে নির্বাচিত হন সংসদ সদস্য। ২০১২ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বরে নবগঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০১৩ খ্রিষ্টাব্দের নভেম্বরে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় তাকে। ২০১৪ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত দশম জাতীয় নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি আবারো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশের ১৮তম অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পান আবুল হাসান মাহমুদ আলী। দেশের সামষ্টিক অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জ, বিশেষ করে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ডলার সংকট, রাজস্ব আহরণ, খেলাপি ঋণ, ব্যাংক খাতের সুশাসন ফেরানোর দায়িত্বভার পড়ে তার ওপর। পাশাপাশি ঋণ কর্মসূচি চলাকালীন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিভিন্ন শর্ত ও লক্ষ্যমাত্রা পূরণের চাপও ছিল। 

শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ওই দিনই তার সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. সালেহউদ্দিন আহমেদ। এর একদিন পরই তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরবর্তী সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েরও দায়িত্ব দেয়া হয় এ অর্থনীতিবিদকে। সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে সালেহউদ্দিন আহমেদের দায়িত্ব গ্রহণের প্রায় এক সপ্তাহ পর শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। 

তাদেরই বন্ধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ক্ষমতা কাঠামোর মধ্যে না থাকলেও দেশের রাজনীতিতে বর্তমানে অন্যতম প্রভাবশালী চরিত্র। বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।  

আবুল হাসান মাহমুদ আলীর বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে স্যার আমাদের সরাসরি শিক্ষক ছিলেন। আমরা ওনার ক্লাস পেয়েছি।’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমি সুনির্দিষ্টভাবে কারো কথা বলব না। তবে তাদের পালিয়ে যাওয়ার বিষয়টি খুবই স্বাভাবিক। তারা নিজেরাই নিজেদের এ অবস্থানে ঠেলে দিয়েছেন। দেশে কর্তৃত্ববাদের যে বিকাশ ঘটে তাতে তারা সহায়ক শক্তি হিসেবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করেছেন। এখন তাদের বিচারের মুখোমুখি হওয়া ছাড়া কোনো উপায় নেই। তাদের কারো যদি সৎসাহস থাকত তাহলে দেশ ছেড়ে পালাতেন না। শুধু কর্তৃত্ববাদ নয়, যারা পালিয়েছেন তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে।’

সূত্র : বণিক বার্তা 

শিক্ষকদের বদলির বিষয়ে সর্বশেষ - dainik shiksha শিক্ষকদের বদলির বিষয়ে সর্বশেষ শিক্ষা ক্যাডারে অধ্যাপক হচ্ছেন যারা - dainik shiksha শিক্ষা ক্যাডারে অধ্যাপক হচ্ছেন যারা ভিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেড বেরোবি শিক্ষার্থীদের - dainik shiksha ভিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেড বেরোবি শিক্ষার্থীদের মসজিদ ইবাদাতের পাশাপাশি জ্ঞানচর্চারও একটি কেন্দ্র হতে পারে: ঢাবি উপাচার্য - dainik shiksha মসজিদ ইবাদাতের পাশাপাশি জ্ঞানচর্চারও একটি কেন্দ্র হতে পারে: ঢাবি উপাচার্য ঢাকা বোর্ডের পরিদর্শক আবুল মনছুর ভূঁঞার ঘুষ বাণিজ্য - dainik shiksha ঢাকা বোর্ডের পরিদর্শক আবুল মনছুর ভূঁঞার ঘুষ বাণিজ্য দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! - dainik shiksha দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি জামায়াতের - dainik shiksha ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি জামায়াতের ভারতে পাঠ্যবই ছাপানোর বিপক্ষে ৯২ শতাংশ বাংলাদেশি - dainik shiksha ভারতে পাঠ্যবই ছাপানোর বিপক্ষে ৯২ শতাংশ বাংলাদেশি ভয়ংকর বিপদের মধ্যে আমাদের শিক্ষাব্যবস্থা: সিরাজুল ইসলাম চৌধুরী - dainik shiksha ভয়ংকর বিপদের মধ্যে আমাদের শিক্ষাব্যবস্থা: সিরাজুল ইসলাম চৌধুরী কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.003248929977417