সাবিহা সুমি, দৈনিক শিক্ষাডটকম : ‘বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারী বদলি নীতিমালা প্রণয়ন বিষয়ক’ এক কর্মশালার আয়োজন করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
দিনব্যাপী এ কর্মশালা মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে আগামীকাল ১৮ এপ্রিল সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ কর্মশালার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান।
গত সোমবার মাদরাসা মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো, জাকির হোসাইন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান। এতে মূল আলোচক থাকবেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম শাহনওয়াজ দিলরুবা খান, অতিরিক্ত সচিব সামসুর রহমান খান এবং যুগ্মসচিব ড. মো. আয়াতুল ইসলাম।
এ কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত থাকবেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগীয় ও জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ মোট ৩৩ জন।
কর্মশালাটিতে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবু নঈম।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।