সাবিহা সুমি, দৈনিক আমাদের বার্তা: বেসরকারি শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রার্থী বাছাইয়ের দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) বছরে কমপক্ষে চারটি নিয়োগ সম্পন্ন করার অনুশাসন দিয়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
গত জানুয়ারিতে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই মন্ত্রী প্রথমেই পরিদর্শন করেন এনটিআরসিএ। কিন্তু রিট ব্যবসায়ীদের দৌরাত্ম্য, প্রশ্ন ছাপাতে বিজি প্রেসের লম্বা লাইন, একের পর এক স্থানীয় সরকার নির্বাচনসহ নানা কারণে বছরে চারটি তো দূরের কথা, দুইবার নেয়াই কঠিন হয়ে পড়েছে।
এদিকে শিক্ষক পদে চাকরিপ্রার্থীরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন কবে ১৯তম পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হবে।
এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন, ১৯তম নিবন্ধন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। তবে এনটিআরসিএ ভাবছে ১৮তম নিবন্ধনের কার্যক্রম কার্যক্রম চলমান অবস্থায় দেয়ার। হয়তো শেষের দিকে দিতে পারি। ভাইভা চলমান অবস্থায় দেয়া হতে পারে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি।
প্রসঙ্গত, ১৮তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম চলমান রয়েছে। গতবছর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো এনটিআরসিএ। গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৯ লাখ চাকরিপ্রার্থী আবেদন করেন। গত ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে উত্তীর্ণ হন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন চাকরিপ্রার্থী। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের গড় হার ৩৫ দশমিক ৮০ শতাংশ।
১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।