চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত ৬৮ হাজার শিক্ষক নিয়োগে এক লাখের বেশি নিবন্ধিত প্রার্থীর চূড়ান্ত আবেদন জমা পড়েছে। এ নিয়োগে গত রোববার রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করে গত বুধবারের মধ্যে ফি জমা দেয়ার সুযোগ ছিলো। তারপর পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করতে পারেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
প্রসঙ্গত, বিভিন্ন এমপিওভুক্ত স্কুল-কলেজের ৩১ হাজার ৫০৮টি পদ এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ হাজার ৮৮২টি পদে নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। গত ২৯ ডিসেম্বর থেকে ওসব পদে আবেদন নেয়া শুরু হয়। ২৯ জানুয়ারি রাতে আবেদনের সময় শেষ হওয়ার কথা থাকলেও ১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ফি জমা দিতে পারেন প্রার্থীরা।
এ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী প্রার্থীরা আবেদনের সুযোগ পাননি। প্রতি প্রার্থী একটি আবেদনে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে নিয়োগের পছন্দ দেয়ার সুযোগ পেয়েছিলেন। আবেদন ফি ছিলো ১ হাজার টাকা। এবার আবেদন বাবদ ১০ কোটি টাকারও বেশি আয় করেছে এনটিআরসিএ। এর একটি অংশ কারিগরি সহায়তা দেয়া প্রতিষ্ঠান টেলিটককে দেয়া হবে। তবে চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল কবে নাগাদ প্রকাশ হতে পারে সে বিষয়ে এনটিআরসিএ কর্মকর্তারা কিছু বলতে পারেননি। এমনকি এখনো ফল প্রকাশের লক্ষ্যও নির্ধারণ করা হয়নি।
এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমরা ১ লাখ ১ হাজারের মতো প্রার্থীর চূড়ান্ত আবেদন পেয়েছি। টেলিটক ফল প্রক্রিয়া করে দিলে আমরা প্রকাশ করবো।